নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-১ (চাটখিল- সোনাইমড়ী আংশিক) আসনে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে।
উৎসব মুখর পরিবেশে এ আসনের বর্তমান এমপি আওয়ামী লীগ প্রার্থী এইচ এম ইব্রাহিম ভোটাদের উপস্থিতিতে ব্যাপক গণ সংযোগ করেছেন। প্রতিদিন পথসভা, উঠোন বৈঠক,গণ সংযোগ করে যাচ্ছেন তিনি।
আজ রোববার ইব্রাহিম এমপি চাটখিল উপজেলার বাইশসিন্দুরপুর, পরকোট দশঘরিয়া,শাহাপুর ইউনিয়নের শাহাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, শিবরামপুর কেন্দ্র, মোমিনপুর কেন্দ্রে,সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর কেন্দ্র ,সোমপাড়া উচ্চ বিদ্যালয়,হাটপুকুরিয়া ইউনিয়নের নারায়নপুর আর.কে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ঘাটলাবাগ কেশুরবাগ কেন্দ্র,পুরুষোত্তমপুরে,হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মতবিনিময় সভা করেন।
মতবিনিময়কালে আগামী ৭ জানুয়ারী সারাদিন নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে এইচ এম ইব্রাহিম বলেন,শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করেছে। চাটখিলে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে সবাই ভোট কেন্দ্রে আসুন,শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় নৌকায় ভোট দিন।
তিনি বলেন,আমি পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করবো এবং পরিকল্পনা ও চাহিদা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন কর্মকান্ড করবো ইনশাআল্লাহ।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন,টাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এডভোকেট নাজমা আক্তার কাউসার প্রমুখ।