বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি,এফবিসিসিআইয়ের পরিচালক. তমা গ্রুপের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক ।
আজ বৃহস্পতিবার রাতে তার সেনবাগস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় নিজের চুড়ান্ত প্রার্থীতা ঘোষণা করেন তিনি।
আতাউর রহমান ভূইয়া মানিক বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতেও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। মানুষের পাশে থাকতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্ধপরিকর। আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আর্দশে উদ্বুদ্ধ একজন কর্মী। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী করছি ।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কাছে আমাদের সব তথ্য আছে। কে কে যোগ্য তিনি ভাল করে জানেন। আমি দীর্ঘদিন ধরে গরিবের মানুষের পাশে থেকে সেবা করেছি। অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছি, বেকারদের ব্যবসার জন্য দোকানের ব্যবস্থা করেছি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি এই কাজ অব্যহত রাখতে চাই। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই। তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।
এর আগে বিকেলে আতাউর রহমান মানিক ভূইয়া সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের শান্তিরহাটসহ বিভিন্ন বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেন এবং পথসভায় বক্তব্য রাখেন। পথসভার আগে আতাউর রহমান উপজেলা সদর থেকে প্রায় ৩০০ মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ি নিয়ে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি উপজেলার কাবিলপুর, নবীপুর ও বীজবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।এসময় সেনবাগ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।