নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীআংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের( কাঁচি) সমর্থক বীজবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ফয়েজ উল্যা ওরফে মিষ্টার মেম্বারের ব্যাক্তিগত অফিসে প্রতিপক্ষ নৌকার প্রার্থীর লোকজন সন্ত্রাসী হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ,গুলি ছুঁড়া ও তার বাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মিঝি পুকুরপাড় এলাকায় হেলমেট বাহিনি এ ঘটনা করে। ঘটনা স্থল থেকে পুলিশ এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

এ ঘটনা সর্ম্পকে মেম্বার ফয়েজ উল্যা বলেন, আমি মানিক ভাইয়ের একজন সমর্থক। আমার ব্যক্তিগত অফিসে তার কাঁচি মার্কার পোষ্টার লাগাই। গতকাল রাত সাড়ে ১১ টার দিকে আমি অফিস বন্ধ করে বাড়িতে আসি। এসময় আমার অফিসের শার্টার ভেঙ্গে নৌকার সমর্থক হেলমেট বাহিনির ডুকে ভাঙচুর ও অফিসে অগ্নিসংযোগ করে। তারা এ ঘটনা করে আমার বাড়ি লক্ষ্য অনেক গুলো ককটেল বিস্ফোরন ঘটনায়। আমি আতঙ্কে অসুস্থ হয়ে পড়ি। হামলাকারীরা চলে যাওয়ার পর লোকজন এসে আমার অফিসের আগুন নিভিয়ে ফেলে।
এঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক প্রতিপক্ষ নৌকা প্রাথী মোরশেদ আলমের হেলমেট বাহিনির সন্ত্রাসীদের দায়ী করে বলেন, মেম্বার ফয়েজ উল্যা আমার সমর্থক। তিনি আমার নির্বাচনে প্রচারনায় কাজ করছেন। তার ব্যক্তিগত অফিসে আমার পোষ্টার লাগিয়েছে। এটি কি তার অপরাধ? তার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ, গুলি ছুঁড়া ও বাড়িতে হামলার চেষ্টায় ককটেল নিক্ষেপ করে পুরো এলকায় ভোটাদের মাঝে আতঙ্ক ছড়ানো এ নেক্কার জনক ঘটনা নিন্দনীয়।
তিনি অভিযোগ করে বলেন, আমার নির্বাচনী এলাকায় অস্ত্রধারীরা ত্রাস সৃষ্টি করে চলছে। আমি প্রশাসনের কাছে এর প্রতিকারে দাবি জানাই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজিম উদ্দিন বলেন, তিনি রাতে ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে।এ ঘটনার বিষয়ে নির্বাচন অভিযোগ তদন্ত টিমের কাছে জানাবেন। তদন্ত টিমের নিদের্শনা অনুযায়ী আইগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

151 thoughts on “নোয়াখালী -২ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১