নোয়াখালী-২ আসন :স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি মোরশেদ আলমকে সোমবার বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদম বাজারে এক পথসভায় আলাউদ্দিন নামের এক যুবক জুতা পেটার চেষ্টা চালায়। এ সময় আটক করা হয় আলাউদ্দিন নামের ওই যুবককে। এঘটনায় মোরশেদ আলমের সমর্থক কেশারপাড় ইউনিয়ন যুবলীগের সভাপতি (সিএনজি চালিত অটোরিক্সা চালক) আনোয়ার হোসেন বাহার বাদী হয়ে মঙ্গলবার বিকেলে আটককৃত আলাউদ্দিনকে প্রধান আসামি করে ১২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এই মামলায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ ফুটবল ফেডারশনের(বাফুফে) সহসভাপতি ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূইয়া মানিকের প্রধান নির্বাচন সমন্বয়ক ও তার ছোট ভাই ইঞ্জিনিয়ার আনিসুর রহমান (২নং আসামি) এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য, সেনবাগ পৌরসভার সাবেক মেয়র আবু জাফর টিপু ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাছ রতনসহ ১১জন নেতা-কর্মীকে এই মামলার আসামি করা হয়।
এই মামলার প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টার দিকে সেনবাগস্থ নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক(কাঁচি)।
তিনি লিখিত বক্তব্যে এই মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করে বলেন, গত সোমবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ পেয়েছে এবং সংবাদ মাধ্যমে জানতে পারি মানসিক ভারসাম্যহীন এক লোক দমদম বাজারে সমাবেশকালে মঞ্চে থাকা আওয়ামী লীগ প্রার্থী মোরশেদ আলমকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা করেছিল। বিষয়টি আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমি এ ঘটনা নিন্দা জানিয়েছি।
কয়েকটা পত্রিকায় ও টিভিতে সংবাদ প্রকাশিত এমপিকে জুতা দিয়ে পেটানোর চেষ্টার ঘটনায় ঐ লোকটি মানসিক ভারসাম্যহীন। আবার কেউ কেউ সংবাদ করেছে মোরশেদ আলমের নিকটতম লোকজনের দ্বারা তাদের পরিবার বিভিন্ন সময় অত্যাচার ও নির্যাতনের স্বীকার হয়েছিল। তাই রাগে ক্ষোভে সে প্রকাশ্যে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল এমপি মোরশেদ আলমকে।
আতাউর রহমান ভূইয়া মানিক আরও বলেন নতুন নাটক সাজিয়ে মামলায় তারা জুতাকে ধারলো অস্ত্র বানিয়ে আমার ১১জন নির্বাচন পরিচালনার মুল দায়িত্বে থাকা ব্যক্তিকে আসামি করা হয়। আমার লোকজনকে হয়রানি করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে। তারা মামলায় উল্লেখ করেছে ধারাল অস্ত্র দিয়ে নাকি এমপিকে হত্যা চেষ্টা করেছে, অথচ ওই ঘটনার ভিডিও তে স্পষ্ট দেখা যাচ্ছে জুতা দিয়ে একজনে জুতা দিয়ে মারার চেষ্টা করেছিল।
তিনি বলেন, এর আগে গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার প্রার্থী মোরশেদ আলমের লালিত কিশোর গ্যাং ও হেলমেট বাহিনি ছাতারপাইয়া ইউনিয়নের ঠনারপাড় গ্রামে ব্যাপক অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে আমার নির্বাচনী প্রচারণাকালে নেতা-কর্মীদের উপর ও পরে আমার এক সমর্থকের বাড়িতে হামলা, ভাংচুর, গুলি ও লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় ভোটাররা আতঙ্কিত। আমার ভোট করলে মেরে ফেলার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ ক্যাডার সৌরভ হোসেন সুমন। এই হেলমেট বাহিনীর আতঙ্কে আতঙ্কিত ভোটার ও সাধারণ মানুষ।
মানিক বলেন, নৌকার প্রার্থী মোরশেদ আলম আমার পক্ষে গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে নতুন নতুন হয়রানির নাটক সাজাচ্ছেন। মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নেতা-কর্মীদের হয়রানী না করার জন্য এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ধরনের মিথ্যা মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহাম্মদ চৌধুরী ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

168 thoughts on “নোয়াখালী-২ আসন :স্বতন্ত্র প্রার্থীর লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১