নোয়াখালী-৪ আসনের এমপি একরাম চৌধুরীকে আওয়ামী লীগের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-৪ (সদর-সুবর্ণচরে) আসনের নব নির্বাচিত এমপি গণমানুষের নেতা একরামুল করিম চৌধুরীকে নোয়াখালী জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে চারবারের এমপি একরামুল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি একরামুল করিম চৌধুরী। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কাজ করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াত এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দলের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে এবং দলকে আরও সুসংঘটিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান তিনি।


পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম সামছুদ্দিন জেহান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট, জেলা আওয়ামী লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, আবদুল মমিন বিএসি,  জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব , সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজুসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে এই নবনির্বাচিত এমপি একরাম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহিদ উল্যাহ খান সোহেল ও পৌর আওয়ামী লীগ পক্ষ থেকে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক মিথুনভট্টসহ নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে দুপুরে এমপি একরামুল করিম চৌধুরীকে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেলসহ পৌর কাউন্সিলরগন ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১