নিজস্ব প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, কর্মী সমর্থকদের উপর হামলা ,হুমকির প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচন ও সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ওসির প্রত্যাহারে দাবীতে সংবাদ সম্মেলনকরেছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন(ট্রাক) । আজ বুধবার সকালে তিনি জেলা শহরের মাইজদীতে তার বাসভবনে এ সংবাদ সম্মেলনে করেন।
শিহাব উদ্দিন শাহিন লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমি ও আমাদের নেতাকর্মীরা ঠিকমত নির্বাচনী প্রচার-প্রচারণা করতে পারছে না । বিভিন্ন স্থানে আমাদের নেতা কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বেশ কয়েকজন সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছে। আমার সাথে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি অনবরত আচরণ বিধি লঙ্ঘন করছেন। তিনি অতিরিক্ত মাইক ব্যবহার করছেন, অতিরিক্ত অফিস ব্যবহার করছেন এবং অতিরিক্ত গাড়ি বহর ব্যবহার করছেন। এসব দেখেও যেনো কেউ দেখছে না।
তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচনের আর কয়েকদিন বাকি। এখন নৌকা প্রতীকের লোকজন আমাদের কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। ভোট কেন্দ্রে যেতে নিষেধ করছে। আমাদের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত। তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত। এলাকায় বহিরাগত সন্ত্রাসী প্রবেশ করেছে। চর জব্বর থানার ওসির প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কারন তিনি পক্ষপাতিত্ব করছেন। আমি যথাযখ কতৃপক্ষকে বিষয়টি জানাবো। আমি সুষ্ঠু নিরপেক্ষ ভোট চাই।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জাহের ও সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনসহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিগণ উপস্থিত ছিলেন।
নোয়াখালী -৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন, সুষ্ঠু নির্বাচনে ওসির প্রত্যাহারে দাবী
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ৩, ২০২৪
- ৩:১০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত