নোয়াখালী-৪ আসন:-নৌকায় প্রকাশ্যে সিল মারার নির্দেশ দাতা ইউপি সদস্য পালিয়েছে

নিজস্ব প্রতিনিধি:৭ জানুয়ারি ভোটের দিন নারী ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার নির্দেশ দিয়েছেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২নম্বর চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি ওই নির্দেশ দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনা জানার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নির্দেশে ওই ইউপি সদস্যকে ধরতে পুলিশ অভিযান চালালে সে এলাকা থেকে পালিয়েছে।
উঠান বৈঠকে ইউপি সদস্য শাহনাজ নারী ভোটারদের উদ্দেশে বলেন, কোনো মা-বোন যদি পর্দার আড়ালে ঢুকে সিল মারেন, তাহলে আমি মনে করব, আপনারা নৌকায় ভোট দেননি। আমার যাঁরা মা-বোন, তাঁদের উদ্দেশ্যে বলি, কেন্দ্রের ভেতরে পর্দা থাকে, ওই পর্দার ভেতরে ঢুকবেন না। আপনারা যদি ঢোকেন আমি মনে করব, ভোট দেওয়া হয়নি। টেবিলের ওপর ওপেন সিল মেরে দেখাই দিবেন, নৌকায় ভোট দিছি।
জানা গেছে, ইউপি সদস্য আকবর হোসেন শাহনাজ নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি মাহাম্মদ একরামুল করিম চৌধুরীর পক্ষে কাজ করছেন।
ইউপি সদস্যের প্রকাশ্যে নৌকায় সিল মারার নির্দেশের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের কাছে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন(ট্রাক)।আজ শুক্রবার তিনি লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, এ অভিযোগ পাওয়ার আগে বিষয়টি আমাদের নজরে আসে। তাৎক্ষনিক ইউপি সদস্যের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সে পালিয়েছে। তাকে ধরা হবে জানালেন তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১