নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জনুদপুর বাজার থেকে মোঃ আমির হামজা নাহিদ (২২) নামের এক সন্ত্রাসীকে একটি দেশী পিস্তল, দুই রাউন্ড ম্যাগজিন ভর্তি গুলি ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে র্যাব-৩ সিএসসি কোম্পানী, টিকাটুলি ঢাকার সদস্যরা। গ্রেফতারকৃত আমির হামজা ওই উপজেলার কালুয়াই গ্রামের মৃত নুর নবীর ছেলে।
জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের একটি দল সোনাইমুড়ীর জুনুদপুর বাজারের পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পার্শ্বে স্কুল রোড জাহাঙ্গীর মিয়ার চটপটি দোকানের ভিতর অভিযান চালালে আমির হামজা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পলাবার কালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তল,গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে র্যাব তাকে সোনাইমুড়ী থানায় সোপর্দ করে। এ ঘটনায় র্যাবের ডিএডি পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) মুহম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুইটি মামলা দায়ের করেন।