নোয়াখালীতে আড়াই হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী জেলা ডিবি পুলিশ  অভিযান চালিয়ে ২হাজার ৫৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শহীদুল ইসলাম (২৬) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে। সে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন  মেন্বারের ছেলে।  গ্রেফতারকৃত শহীদুল ইসলাম কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কর্মরত।  এ ঘটনার  সত্যতা নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো, শহীদুল ইসলাম।

এ বিষয়ে জেলা ডিবির ওসি সাইফুল  ইসলাম  জানান, মঙ্গলবার রাতে নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের  জামতলা  এলাকায় অভিযান কালে  পুলিশ কনস্টেবল মোঃ শহীদুল ইসলামকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।  পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো অনুযায়ী তার বাড়ির পাশবর্তী  সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুরের  একটি কবরস্থান থেকে আরো ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোঃ শহীদুল ইসলামের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  সুধরাম থানায়  একটি  মালা দায়ের করা হয়।   আজ বুধবার দুপুরে  গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮