নোয়াখালীতে ই-অরেঞ্জের প্রতরণার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : অনলাইন ই-কমার্স ই-অরেঞ্জের প্রতারণার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীরা। আজ রবিবার সকালে প্রতারিত শতাধিক ভুক্তভোগী নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় তারা ই-অরেঞ্জের বিরুদ্ধে তাদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেন এবং বিনিয়োগের টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ই-অরেঞ্জ ডটকমের বাইক ও ভাউচার ক্রেতারা প্রেসক্লাবের সামনে জড়ো হন। সকাল সাড়ে ১১টার দিকে তারা সেখানে মানববন্ধন করেন। মানববন্ধন ও সমাবেশে তারা ই-অরেঞ্জের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগ সম্বলিত ব্যানার ও পোস্টার প্রদর্শন করে প্রতারণার বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এ সময় বক্তব্য রাখেন বাইক ক্রেতা আইনজীবী তানজিল আহমেদ, মো. নিশান, জাহাঙ্গীর আলম ওরফে রাশেল প্রমুখ।
ভুক্তভোগী মো. নিশান বলেন, দেশ সেরা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি অনলাইনে ই-অরেঞ্জ থেকে পণ্য কিনতে আগ্রহী হন। এরপর গত ১৮ মে থেকে ২০ জুন পর্যন্ত ১০ লাখ ৭০ হাজার টাকার বাইক ও ভাউচার ক্রয় করেন। নিয়ম অনুযায়ী ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও প্রায় তিনমাস অতিবাহিত হওয়ার পরও পণ্য পাননি।
আরেকজন ক্রেতা মো. নাজমুল ইসলাম জিকু বলেন, তিনিও অনলাইনভিত্তিক ব্যবসায়ীক প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ১৬ লাখ ৩০ হাজার টাকার পণ্যের ক্রয় আদেশ দিয়েছেন এবং সমুদয় অর্থ পরিশোধ করেন। কিন্তু বারবার তারিখ দিয়েও প্রতিষ্ঠানটি পণ্য সরবরহ করেনি। এরই মধ্যে তারা ই-অরেঞ্জের কার্যালয় গিয়েও দেখেন তালা ঝুলছে। এ অবস্থায় প্রতারণার খপ্পরে পড়ে তারা সর্বশান্ত হয়েছেন বলে জানান। তাই উল্লেখিত বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন নাজমুল ইসলাম।
ভুক্তভোগীরা জানান, নোয়াখালীতে কয়েকশ তরুণ-যুবক ই-অরেঞ্জ থেকে পণ্য কিনে ইতোমধ্যে কয়েক কোটি টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু মাসের পর মাস অতিবাহিত হওয়ার পরও পণ্য না পেয়ে তারা এখন চরমভাবে হতাশ হয়ে পড়েছেন এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তারা ই-অরেঞ্জে বিনিয়োগ করা অর্থ ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
শেষে ই-অরেঞ্জের প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি সম্বলিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেয়া হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১