নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীতে উদ্বুধ পরিস্থিতে আইনশৃঙ্খলা সম্পকির্ত বিশেষ সভা আজ সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী।
সভায় বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরন, নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বিজিবির -৪ এর অধিনায়ক লে.ক. মোঃ আব্দুর রহিম, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী, যুগ্ম আহবাক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদ উল্যাহ খান সহেল, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গত শুক্রবার নোয়াখালীর চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজামন্ডপে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনার তীর্ব নিন্দা জানানো হয় এবং ক্ষোভ প্রকাশ করা হয়। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারও দৃস্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।