নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামের ১২০ শয্যা কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সকাল ৮ থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। তাদের মধ্যে ২ জনই নারী এবং ১জন পুরুষ। কোভিড-১৯ হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাশ এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ এ হাসপাতালে ১০১জন রোগী ভর্তি রয়েছে । তাদের মধ্যে ২৯ জনের অবস্থা সংকটাপন্ন।
এদিকে জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান. জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ জনের মৃত্যু হয়েছে এবং আরো ২২১ জন আক্রান্ত হয়। ৬৯৩ জনের নমুনা পরীক্ষায় ২২১ জনের পজিটিভ। বর্তমানে আক্রান্তের হার ৩১.৮৯ শতাংশ। পর্যন্ত জেলায় মারা গেছেন ১৭৭ জন। আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ১০৪ জন, কোম্পানীগঞ্জে ৪৯ জন, বেগমগঞ্জে ২৬ জন, চাটখিলের ১৮ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, হাতিয়ার ৪জন, কবিরহাটে ৩ জন ও সূবর্ণচরে ১জন। জেলায় মোট আক্রান্ত ১৪ হাজার ৮৫২ জন। আক্রান্তের হার ১৩.৪৬ শতাংশ। এ পর্যন্ত সুস্থ’ হয়েছে ৯ হাজার ১৪৭ জন। চিকিৎসাধীন ও আইসোলেশনে রয়েছে ৫ হাজার ৭০৫ জন।