নিজস্ব প্রতিনিধি : সারা দেশে সরকারি কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল থেকে নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভার পাশাপাশি জেলার ৯১টি ইউনিয়নের মধ্যে ৮৬টি ইউনিয়নে করোনাভাইরাসের টিকা দেয়া হয়। প্রতিটি ইউনিয়নে ৩টি করে কেন্দ্রে স্থাপন করে এ গণটিকাদান কর্মসূচি পালন করা হয়। সব মিলিয়ে ৬৪ হাজার ২০১ জনকে এ টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৪ হাজার ৯৭৬ ও মহিলা ২৯ হাজার ২২৫ জন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার স্বাক্ষরিত এক তথ্যবিবরণীতে জানা যায়, সদর উপজেলায় ৬ হাজার ৬৫৬ জনকে টিকা দেয়া হয়। এর মধ্যে পুরুষ ৪ হাজার ১০৬ ও মহিলা ২ হাজার ৫৫০ জন। বেগমগঞ্জ উপজেলায় ১১ হাজার ২৮০ জনকে টিকা দেয়া হয়। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪৬ ও মহিলা ৪ হাজার ৮৩৪ জন। সোনাইমুড়ী উপজেলায় ৬ হাজার ৯১০ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৬৭৩ ও মহিলা ৩ হাজার ২৩৭ জন। চাটখিল উপজেলায় ৬ হাজার জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ২৮ ও মহিলা ২ হাজার ৯৭২ জন। সেনবাগ উপজেলায় ৫ হাজার ৭১৮ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৪৫৮ ও মহিলা ৩ হাজার ২৬০ জন। কোম্পানীগঞ্জ উপজেলায় ৩ হাজার ৯শ’ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৯৭০ ও মহিলা ১ হাজার ৯৩০ জন। হাতিয়া উপজেলায় ৬ হাজার ১৬৮ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৮৫৫ ও মহিলা ২ হাজার ৩১৩ জন। সুবর্ণচর উপজেলায় ৪ হাজার ৮১০ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬০৬ ও মহিলা ২ হাজার ২০৪ জন। কবিরহাট উপজেলায় ৫ হাজার ৫৮৭ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৯৫৯ ও মহিলা ২ হাজার ৬২৮ জন। এছাড়া নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৩৯৬ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ২ হাজার ৩৭২ ও মহিলা ১ হাজার ২৭৩ জন এবং চৌমুহনী পৌরসভায় ২ হাজার ৭৭৬ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫০৩ ও মহিলা ১ হাজার ২৭৩ জন।
নোয়াখালীতে একদিনে ৬৪২০১ জনকে করোনার টিকা দেয়া হয়েছে
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৮, ২০২১
- ১:২৫ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত