নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিন খানপুর গ্রামে বুধবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি নুর উদ্দিন আসিফকে(২১)অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। এসময় পুলিশ তার কাছ থেকে১টি দেশীয় পাইপগান, ১টি কার্তুজ এবং ৯টি কিরিচ উদ্ধার করা হয়। সে ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোলাম আকবরের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেগমগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদাররের নেতৃত্বে পুলিশ একটি দল রাতভর অভিযান চালিয়ে উপজেলার একাধিক মামলার আসামী নুর উদ্দিন আসিফকে গ্রেফতার করে। তার হেফাজতে থাকা শরীফপুর ইউনিয়নের দক্ষিন খানপুর গ্রামের জনৈক জয়নাল আবেদীন মেম্বার বাড়ীর নির্মানাধীন মুরগীর খামারে কতুরের খোপের ভিতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযান কালে অপর আসামী মোঃ ইউসুফ সবুজ (৩০) পালিয়ে যায়। সে ওইগ্রামের মোঃ রহিম উদ্দিন খোকনের ছেলে। গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।