নোয়াখালীতে করোনাভাইরাসের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টিবিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাসের বিস্তাররোধে জনসচেতনতা সৃষ্টিবিষয়ক এক কর্মশালা আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলার নবাগত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ও সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার। আলোচনায় অংশগ্রহণ করেন নোয়াখালী পৌর বণিক সমিতির সভাপতি এ কে এম সাইফ উদ্দিনসহ ব্যবসায়ী নেতা, মসজিদের ইমাম, স্বেচ্ছাসেবী সংগঠক ও গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা বর্তমানে কঠিন সময় পার করছি। আমাদের জেলায় করোনা সংক্রমণ অন্যান্য জেলার থেকে কিছুটা কম হলেও এতে আমাদের আত্মতৃপ্তির সুযোগ নেই। জেলায় সংক্রমণ হার ১০ শতাংশের নিচে নিয়ে আসতে চাই। সবাইকে মাস্ক পরিধান করে ও স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১