নিজস্ব প্রতিনিধি
করোনার সার্টিফিকেট পজিটিভ থেকে নেগেটিভ করে দেয়ার নামে প্রতারণা করে টাকা আদায় করার অভিযোগে কামরুল ইসলাম (১৮) নামের এ কিশোরকে পুলিশে সোপর্দ করেছে জেলা সিভিল সার্জেন অফিসের কর্মচারীরা। সে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের বকশি ভূইয়া বাড়ির আবুল হোসেনের ছেলে।
জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ বিষয় নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে তার দপ্তরে নিচ তলায় বিদেশগামীদের করেনার নমুনা পরীক্ষা নেয়ার কাজ চলছিলো। এ সময় করোনার সার্টিফিকেট পজিটিভ থেকে নেগেটিভ করে দেয়ার নাম করে এক কিশোর টাকা আদায়ের বিষয় জানতে পেরে কর্তব্যরতা তাকে আটক করে। পবে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।