আলা উদ্দিন শিপলু
নোয়াখালী জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয় আয়োজিত কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ শিল্প উদ্যোক্তাদের মাঝে এস.এম.ই ঋণ বিতরণ মনিটরিং কমিটির সভা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপত্বি করেন নোয়াখালীর জেলা প্রশাসক খোরশেদ আলম খান । সভায় উপস্থিত ছিলেন, বিসিকের উপ-মহা ব্যবস্থাপক মাহবুব উল্যা, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছালেহ ইমতিয়াজ ।
বিসিকের উপ-মহা ব্যবস্থাপক মাহবুব উল্যা জানান, ২০২০-২১ অর্থ বছরে বিসিক ৩৫টি ব্যাংকের মাধ্যমে ১৪৩৩ জন উদ্যোক্তার মাঝে ১৭৫কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এছাড়াও বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচির আওতায় বিসিক এর প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে ২৪ জনকে ৪৬ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরন করা হয়েছে।