নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীতে কোভিড-১৯ এ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারের মাঝে ২ হাজার ৫শ’ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয় প্রাঙ্গণে এ নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সাবেক বোর্ড মেম্বার ও রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। পরে তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উপ-পরিচালক এমএ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নোয়াখালীর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মাইনুর ইসলাম খুশনবীশ ও সহকারী পোস্টমাস্টার জেনারেল আবদুল মালেক।
এ সময় রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেন, করোনাভাইরাস সংক্রমনের প্রথম থেকেই ধারাবাহিকভাবে নোয়াখালীতে কর্মহীন-দুস্থ পরিবারের মাঝে রেডক্রিসেন্ট সহযোগিতা করে আসছে। তারই ধারাবাহিতায় মানবিক সাহায্য হিসেবে ৩শ পরিবারের মাঝে নগদ অর্থ হিসেবে প্রতি পরিবারকে ২ হাজার ৫শ’ টাকা করে প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।