নোয়াখালীতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, নতুন করে আক্রান্ত ১৮৮ জন

নিজস্ব প্রতিনিধি : জেলায় গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে।
গত ২৪ ঘন্টায় নিহতদের মধ্যে সেনবাগে ২, হাতিয়ায় ১ ও চাটখিলে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শহীদ ভুলু স্টেডিয়ামে কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৮৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩২৯ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৮০ জন। বর্তমানে ৫ হাজার ৫৪৯ জন আক্রান্ত। আক্রান্তরা সবাই আইসোলেশনে রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় করোনায় আরো ৪ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০৩ জনে।
এদিকে জেলায় নতুন করে আরো ১৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় নতুন শনাক্তের হার শতকরা ২৯ দশমিক ৭৪ শতাংশ। গত কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে সংক্রমণ। আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ীতে ৫৮, সদরে ৪৬, সেনবাগে ৩২, বেগমগঞ্জে ২৫, চাটখিলে ১৯, হাতিয়ায় ১, কবিহাটে ৩, কোম্পানীগঞ্জে ২ ও সুবর্ণচরে ২জন।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের সমন্বয়ক ডা. নিরুপম দাশ জানান, গত ২৪ ঘন্টায় কোভিড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। বর্তমানে ৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা সংকাটাপন্ন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১