নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৯৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ২৩৬ জন। এ নিয়ে আক্রান্তের হার ৩৩ দশমিক ০৯ শতাংশ।
মৃত ৫ জনের মধ্যে জেলার সদর উপজেলায় ২ জন, সোনাইমুড়ীতে ১, সুবর্ণচরে ১ ও বেগমগঞ্জে ১ জন রয়েছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ৬০, কোম্পানীগঞ্জে ৯২, বেগমগঞ্জে ১২, সোনাইমুড়ীতে ২, চাটখিলে ১৩, সেনবাগে ৯, সুবর্ণচরে ১৩, হাতিয়ায় ৫ ও কবিরহাটে ৩০ জন।
আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
এদিকে শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী কোভিড ডেডিকেটেড হাসপাতালে সমন্বয়ক ডা. নিরূপম দাস জানান, এ হাসপাতালে ভর্তি আছেন ৯১ জন। তার মধ্যে ৩৫ জনের অবস্থা আশংকাজনক। তিনি আরো জানান, গতকাল বুধবার থেকে হাসপাতালে রোগীদের জরুরি চিকিৎসায় রেমডিসিভির ইনজেকশন না থাকায় চিকিৎসা প্রদান বাধাগ্রস্ত হচ্ছে। এতে করে রোগীদের জীবনের ঝুঁকি বেড়ে যাচ্ছে। জরুরিভিত্তিতে এ ইনজেকশন সরবাহের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নোয়াখালীতে করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৬
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৫, ২০২১
- ২:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত