নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রবাসী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নগদ অর্থ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিরটেক চৌমুহনী বাজারে এই কার্যক্রমের উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন কবির।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাটিরটেক চৌমুহনী বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজির আহম্মদ।
এ সময় আরো বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আকবর হোসেন সোহাগ, সিনিয়র ইউনিয়ন পরিষদ সদস্য আকবর হোসেন মেম্বার, বেলাল মেম্বার, ওবায়দিয়া সুলতানিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মহিউদ্দিন, বাজার কমিটির সেক্রেটারি নিজাম উদ্দিন মেম্বার, আওয়ামী লীগ নেতা ও সাবেক সেনাসদস্য জামাল উদ্দিন।
সংগঠনের উপদেষ্টা প্রবাসী নিজাম উদ্দিন আনচারী জানান, অসহায় মানুষ ও ধর্মপুর ইউনিয়নের সকল প্রবাসীদের কথা চিন্তা করে এ সংগঠনের যাত্রা শুরু করা হয়। এখন থেকে এটি মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা এলাকার অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, এবং মসজিদ-মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, এ সংগঠনটি দুস্থ ও অসহায় নারী-পুরুষের জন্য কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী ছালেহ আহম্মদ, নুর মোহাম্মদ বাবর, কামাল উদ্দিন ও নাহেন। পরে অনুষ্ঠানে এসে সংহতি প্রকাশ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু ও ইউনিয়ন সচিব শহিদ।
নোয়াখালীতে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ২৬, ২০২১
- ২:৪৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত