নোয়াখালীতে করোনা রোগীদের জন্য বিএনপির দুটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন

নিজস্ব প্রতিনিধি : জেলায় করোনায় আক্রান্ত অসহায় রোগীদের সেবায় নোয়াখালী জেলা বিএনপি দুটি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করে। আজ শনিবার সকালে সুবর্ণচর উপজেলার চর আমানুল্যার চরজব্বারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনীতে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহানের বাসভবনে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়। এ স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে অক্সিজেন সরবরাহ, চিকিৎসায় আর্থিক সহায়তা, মাস্ক, সাবান ও হ্যান্ড সেনিটাইজারসহ চিকিৎসা সমাগ্রী বিতরণ করা হবে।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু নাসের প্রমুখ।
পরে প্রধান অতিথি বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১