নোয়াখালীতে করোনা রোগীদের চিকিৎসার্থে আইইবি ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীতে করোনা রোগীদের চিকিৎসার্থে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপের যৌথভাবে আজ শনিবার দুপরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলমের কাছে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হাস্তান্তর করে। পরে তিনি নোয়াখালী স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডারগুলো হাস্তান্তর করেন।

হস্তান্তরকৃত অক্সিজেন সিলিন্ডারের মধ্যে রয়েছে ৪০ লিটারের ৩৫টি এবং ২০ লিটারের ১৫টি। অক্সিজেন সিলিন্ডারগুলো রিপিলের দায়িত্ব থাকবে ম্যাক্স গ্রুপ। এগুলো জেলা ও উপজেলার করোনা হাসপাতালে প্রেরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, ইনস্টিটিশন অব ইঞ্জিনিয়ার্স নোয়াখালী উপকেন্দ্রের সভাপতি প্রকৌশলী জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ দাশ,ও ম্যাক্স গ্রুপ প্রতিনিধি মো. জিয়া উদ্দিন প্রমূখ।

 

শেয়ার করুনঃ

156 thoughts on “নোয়াখালীতে করোনা রোগীদের চিকিৎসার্থে আইইবি ও ম্যাক্স গ্রুপের অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১