নিজস্ব প্রতিনিধি
করোনাকালে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া নোয়াখালীর ১ হাজার ২০০ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকাল ১১টায় নোয়াখালী জিলা স্কুল মিলনায়তনে পরিবহণ শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
খাদ্য সামগ্রী বিতরণ কালে জেলা প্রশাসক জানান, লকডাউন যতদিন চলবে ততদিন কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এ ছাড়া ৩৩৩ এর মাধ্যমে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। এর বাহিরে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সদর উপজেলার সহকারি কমিশনার (ভ‚মি) ফাতিমা সুলতানা, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারী প্রমুখ।
আলমগীর ইউসুফ
০৪-০৮-২০২১