ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীতে আজ বুধবার থেকে কোভিড ভ্যাকসিন ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান , যারা কোভিড ভ্যাকসিন দেয়ার জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতাল কেন্দ্রে আবেদন করেছেন শুধু তাদেরকে ফাইজারে টিকা দেয়া হবে। ফাইজারের ১৯ হাজার ৮০০ টিকা এসেছে। আদেনকারীদেরকে আজ থেকে প্রথম ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। প্রথম ডোজ দেয়ার এক মাস পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
সিভিল সার্জন আরো জানান, আজ প্রথম দিন ৫৫০ জনকে ফাইজারে টিকা দেয়া হয়েছে । সিভিল সার্জন কার্যালয়ের পিছনের ইপিআই ভবনের ২য় তলায় প্রতি দিন সকাল ৯ঃ০০ টা থেকে বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত টিকা দেয়ার কাজ চলবে।