নোয়াখালীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনার ঋণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ‘এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’- এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিআরডিবি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান প্রধান অতিথি হিসেবে ঋণগ্রহীতাদের মাঝে চেক হস্তান্তর করেন।
জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহনাজ বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।
এ সময় বক্তব্য রাখেন উদ্যোক্তা আতিকুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা ঋণ হিসেবে ২০ জন উদ্যোক্তার মাঝে ৩৮ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, করোনা মহামারিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতিকে সচল রাখতে স্বল্প সুদে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের ঋণ প্রদানের যে ঘোষণা দিয়েছেন, সেই সুযোগ গ্রহণ করে উদ্যোক্তারা স্ব-স্ব ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১