নোয়াখালীতে গণটিকা কার্যক্রমের উদ্বোধন, ২৯১ বুথে টিকা পাবেন ৫৮২০০ জন

নিজস্ব প্রতিনিধি : সারা দেশে সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকাল থেকে জেলার ২৯১টি বুথে একযোগে গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল।
এ সময় তিনি বলেন, করোনা প্রতিরোধে সরকারের এ উদ্যোগ অব্যাহত থাকবে। একটি মানুষও যাতে টিকার বাইরে না থাকেন সে জন্য সরকার এ আয়োজন করেছে।


জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, নোয়াখালীতে ৯১টি ইউনিয়নের প্রতিটিতে তিনটি করে ২৭৩টি এবং নোয়াখালী পৌরসভা ও চৌমুহনী পৌরসভায় ১৮টিসহ মোট ২৯১টি বুথে ২৫ বছর বা তদুর্ধ ৫৮ হাজার ২০০ জনকে করোনা ভাইরাসের টিকার ১ম ডোজ প্রদান করা হবে। জেলায় ৮৩ হাজার টিকা মজুদ রয়েছে বলেও জানান তিনি। প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতি বুথে পাঁচজন করে মোট এক হাজার ৪৫৫ জন স্বাস্থ্যকর্মী টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করবেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮