নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীতে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আজ বুধবার দিনব্যাপী ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক পুর্ব প্রস্তুতিমুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জার্মান রেড ক্রসের সহযোগীতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নোয়াখালী জেলা ইউনিট কর্মশালার আয়োজন করে। জেলা শহর মাইজদীর হোয়াট হলে অনুষ্ঠিত এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসন মোহাম্মদ খোরশেদ আলম খান।
রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এ কর্মশালায় অংশ গ্রহন করেন নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন, জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার, কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, জেলা রেড ক্রিসেন্টের উপ পরিচালক এম এ করিম, জেলা রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী কমিটির সদস্য মমতাজুল করিম বাচ্চু প্রমুখ। কর্মশালার সমন্বয়কারী ছিলেন জার্মান রেড ক্রসের সহকারী পরিচালক শাহজাহান সাজু।
এ কর্মশালায় অংশ গ্রহণকারী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ ঘূর্ণিঝড় পূর্বাভাসের পুর্ব প্রস্তুতি হিসেবে নিজ নিজ এলাকায় প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, সমস্যা ও করণীয় নিয়ে সুপারিশ সমূহ তাদের আলোচনায় তুলে ধরেন। কর্মশালায় জেলা ও চারটি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনার সংশ্লিষ্ট ৪০ জন বিভন্ন পর্যায়ের কর্মকর্তা অংশ গ্রহণ করেন।