নোয়াখালীতে জনতা ব্যাংকের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবাষিকী উপলক্ষে জনতা ব্যাংক সিবিএ নোয়াখালী আঞ্চলিক কমিটির উদ্যোগে জনতা ব্যাংক এরিয়া অফিস নোয়াখালীতে বুধবার বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জনতা ব্যাংক লিমিটেডের কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বৃহত্তর নোয়াখালীর সভাপতি সামসুল হাসান মীরনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেড নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক বিশ্বজিত কর্মকার। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের নোয়াখালী এরিয়া প্রধান সহকারী মহাব্যবস্থাপক মো. জামাল আবদুন নাছের।
জনতা ব্যাংক নোয়াখালীর সিবিএ সহ-সভাপতি আবদুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিবিএর সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতা ব্যাংক মাইজদী কোর্ট কর্পোরেট শাখার ইনচার্জ ইউছুফ হোসাইন, লক্ষ্মীপুর জেলার আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ, ছাতারপাইয়া শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান, সোনাপুর শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিন, সেনবাগ শাখার ব্যবস্থাপক মো. রফিকুল হোসেন, সিবিএর সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ ও সিবিএর সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি আমাদের একটি স্বাধীন ভূখন্ড তথা মানচিত্র দিয়ে গেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তার আদর্শকে হত্যা করা যায়নি।
আলোচনাসভা শেষে পরে দোয়া মাহফিলের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাৎবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১