নোয়াখালীতে জাতির জনকের শাহাদৎবার্ষিকী ও জাতীয়শোক দিবস পালিত

সুবর্ণ প্রভাত রিপোর্ট ॥
যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্য এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালী জেলার সর্বত্র দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

গতকাল রবিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শোক শোভাযাত্রা, বাদ জোহর বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন, বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা এবং মিলাদ মহফিলের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি আধা সরকারি দপ্তরের কর্মকর্তারা এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা-উপজেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।


চাটখিল : আমাদের চাটখিল প্রতিনিধি মো. হাবিবুর রহমান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে চাটখিল উপজেলা পরিষদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরসহ নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন (ভিপি নিজাম) ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেনসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র নিজাম উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান লিটন, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু ও উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন প্রমুখ।
এদিকে দুপুরে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শোক দিবসের সাথে সঙ্গতি রেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও যুব প্রতিষ্ঠানের মধ্যে ঋণের চেক বিতরণ এবং দুস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

সেনবাগ : আমাদের সেনবাগ উপজেলা প্রতিনিধি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের শাহাদৎবার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলায় আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন মসজিদ ও এতিমখানায় দোয়া মাহফিল, কোরআন খতম ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিনের শুরুতে সকাল ১০টা থেকে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনবাগ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেনবাগ পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্র্পণ করা হয়।
অপরদিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি পরিষদের যুগ্ম আহ্বায়ক ভিপি মমিন উল্যা মানিক, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল গনি, পৌর কাউন্সিলর সাংবাদিক খোরশেদ আলম ও নাজমুল হুদা মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির ও এমপির প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

সোনাইমুড়ী : আমাদের সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি বেলাল হোছাইন ভূঁইয়া জানান, সোনাইমুড়ীতে স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
গতকাল রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রহুল আমিন মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি এইচএম ইব্রাহীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রহুল আমিন, পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, ওসি মো. তহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা যুবলীগের সদস্য আবু সায়েম, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মাওলা, মাষ্টার আবু ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে অস্বচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে ৮টি হুইল চেয়ার ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে বেকার যুবকদের মধ্যে ২ জনকে ৮০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। পরে অনলাইনভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ৩টি ক্যাটাগরিতে ২টি গ্রুপে ১৮ জন বিজয়ীকে বই উপহার দেয়া হয় ।
এছাড়াও দিবসটি উপলক্ষে সোনাইমুড়ী পৌরসভা ও থানায় পৃথকভাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

সুবর্ণচর : আমাদের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি আব্দুল বারী বাবলু জানান, সুবর্ণচর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, চরজব্বার থানা, উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, ইসলামি ফাউন্ডেশনসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।
শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সালমা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা, কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশিদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক ব্যক্তিরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দিবসটি উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় অস্বচ্ছল শিল্পীদের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়।
এছাড়াও ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর উপজেলার কেন্দ্রীয় মসজিদসহ উপজেলার প্রত্যেকটি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হাতিয়া : আমাদের হাতিয়া উপজেলা প্রতিনিধি জানান, হাতিয়া উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দপ্তরের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান এমপি আয়েশা ফেরদাউস এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়মী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ এবং পৌর মেয়র কেএম ওবায়েদ উল্ল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সাবেক এমপি মোহাম্মদ আলীর সভাপতিত্বে তার বাসভবনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি আয়েশা ফেরদাউস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ, এডভোকেট কেফায়েত উল্ল্যাহ, মহিউদ্দিন আহমেদ, একেএম ইউছুপ আলী, শাহ আজিজুর রহমান মিরাজ, মহিউদ্দিন মুহিন ও নজরুল ইসলাম রাজু প্রমুখ।
্অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটনের নেতৃত্বে সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন ও বিশেষ অতিথি ছিলেন হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া সকালে হাতিয়া থানার ওসির নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে সালাম নিবেদন করেন।এদিকে হাতিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ওসি উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা বনবিভাগের উদ্যোগে জাতীয় শোক দিবসে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে পরিষদ এলাকায় বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১