নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধি 

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা মৎস্য দপ্তর উদ্যেগে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, জেলা আ’লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা মিয়া মোঃ শাহজাহান, ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ সহ বিভিন্ন মৎস চাষীরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের বাস ভবনের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।  জাতীয় মৎস্য সপ্তাহ  উপলক্ষে ও সফল ৫ মৎস্য চাষীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।  আগামী ৩ সেপ্টেন্বর পর্যন্ত এই মৎস সপ্তাহ চলবে।

 সোনাইমুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

 আমাদের সোনাইমুড়ী  প্রতিনিধি  জানান , “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে  সোনাইমুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ ফজলুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সূফী আহাম্মদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকত উল্লাহ,  সহকারী প্রকৌশলী নজির আহমেদ,উপজেলা মৎস্যলীগ সভাপতি মামুনুর রশিদ, উপজেলা পরিষদ সিএ মাহবুবুল আলম, নির্বাহী কর্মকর্তার সিএ  আব্দুল মতিন, উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, অফিস সহকারী মনির হোসেন প্রমুখ।

জাতীয়  মৎস্য সপ্তাহ উপলক্ষে সেনবাগে  মত বিনিময় সভা

 আমাদের সেনবাগ  প্রতিনিধি জানান,

জাতীয় মৎস্য সপ্তাহ উদয়াপন উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা মৎস্য বিভাগ সাংবাদিকদের  সাথে  এক মতবিনিয় সভার আয়োজন  করেছে ।   গতকাল শনিবার  দুপুরে সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তার দফতরের আয়োজিত মৎস্য সপ্তাহের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মানস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের অফিস সহকারি মোহাম্মদ লোকমান হোসাইন, ক্ষেত্রসহ কারী সাইফুল ইসলাম ও আলাউদ্দিন, স্থানীয় মৎস্য স¤প্রসারণ প্রতিনিধি ( লিফ) জাকির হোসেন জুয়েল ও বিভিন্ন জাতীয় দৈনিকের সাংবাদিকগণ ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১