নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমে স্বেচ্ছায় রক্তদান করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীও স্বেচ্ছায় রক্তদান করেন।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিট কার্যালয় মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ এ রক্তদান কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বুলেটের নির্মম আঘাতে ঝরা রক্ত আজো বাংলাদেশের মানুষকে ঋণী করে রেখেছে। আমরা বঙ্গবন্ধুর সেই ঋণ কখনো পরিশোধ করতে পারবো না। আজকে এই রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ মোচনে আমরা কিছুটা অংশ নিতে চাই। বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের শাহাদাৎবরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি।
রক্তদান কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১৪, ২০২১
- ২:৫৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত