নিজস্ব প্রতিনিধি
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম এর উদ্যোগে আজ শুক্রবার জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের সময়ে করোনাকালে স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা বিষয়ে মুসল্লী ও জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন। এ সময় জেলা পুলিশ লাইন জামে মসজিদে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম মুসলিদের উদ্দেশে মাদক নিমূল, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং ,বাল্যবিবাহ, মোবাইল গেইমিং, বিকাশ প্রতারনা চুরি, ছিনতাই ও কিশোর অপরাধসহ আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে এবং করোনাকালে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সচেতনামুলক বক্তব্য রাখেন ।
একই বিষয়ে একই সময়ে সদর উপজেলার নুরু পাটোয়ারী হাট জামে মসজিদে সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন, চৌমুহনী বড় মসজিদে বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান শিকদার, চাটখিলের পরকোটের দশগরিয়া খান বাড়ি জামে মসজিদে চাটখিল তানার ওসি মো, আবুল খায়ের , সেনবাগের সেবার হাটজামে মসজিদে সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা, চরজব্বার জামে মসজিদে চরজব্বার থানার ওসি জিয়াউল হকসহ অন্য থানাগুলোর ওসিগন তাদের নিজ এলাকার মসজিদে বক্তব্য রাখেন । এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার।