নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক দুদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার নতুন সাহাজিরহাট বাজার এলাকার আলী আহমদের ঘর থেকে নবজাতককে উদ্ধার করে পুলিশ। নবজাতককে গতকাল রাত একটার দিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে । নবজাতক নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও জুলেখা বেগম দম্পতির ছেলে। চুরি হওয়া সন্তানকে পেয়ে মা-বাবা ও স্বজনেরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএিম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতদের মধ্যে রয়েছে কবিরহাট উপজেলার একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার ওরফে সোহাগকে (৪০)। সে ওই পৌরসভার ৯নং ওয়ার্ডের ঘোসবাগের মৃত আব্দুল হালিমের ছেলে। আজ তিন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ সুপার আরও জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সুধারাম থানার এসআই আল মাহমুদ শরীফ বিশেষ অভিযান পরিচালনা করে নবজাতক শিশুকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।
উল্লেখ্য, বুধবার (১৮ )আগস্ট রাত আটটার দিকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে নবজাতকটি চুরি যায়। এ ঘটনায় শিশুর পিতা আবদুল মালেক বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেন।