নোয়াখালীতে দুই ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান ফটকের সামনের প্রধান সড়ক (সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সংলগ্ন) প্রধান সড়ক থেকে দুই ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষ্মীপুর। গ্রেফতারকৃতরা হলো জেলা মাইজদীর হাসপাতাল সড়কের (মা-নৌজা মঞ্জিল) এর ফারুক আহমেদের ছেলে ফয়সাল মাহমুদ (২৪) ও মহরের খোন্দকার পাড়ার (আল-ফালা মসজিদ সংলগ্ন শাহ আলম খলিফার বাড়ির পাশে) মোঃ আব্দুর রবের ছেলে মোঃ সবুজ ওরফে হিরণ (২৪)। এ ঘটনায় আজ সোমবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষ্মীপুর কোম্পানী কমান্ডার. অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে গতকাল রবিবার দুপর দেড়টার দিকে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় এই দুই প্রতারককে গ্রেফতার করে। এ তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ফোন, ৬ টি সীম ও বিভিন্ন লোকজনের নিকট কাছ থেকে প্রতারণার মাধ্যমে সংগ্রহকৃত ন ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে ২০ কপি স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরষ্পর যোগসাজসে জ্ঞাতসারে বিভিন্ন পরিচয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জার ও হোয়াটস অ্যাপ দ্বারা এসপিসি এর বিভিন্ন গ্রুপ তৈরি করে ডিজিটাল প্রতারণা করে ই- ট্রানজেকশনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে বলে স্বীকার করেছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০