নোয়াখালীতে নানা আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদন : নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন নাহার, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেনু চৌধুরী ও সাংবাদিক আবু নাছের মঞ্জু।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, বঙ্গমাতাবেগম ফজিলাতুন নেছা মুজিব হলেন একজন নির্ভীক মানুষ। শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে বঙ্গবন্ধু হওয়ার পেছনে সব থেকে বেশি অবদান রেখেছেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম বলেন, সংকটে-সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে সকল সিদ্ধান্তে সহযোগিতা করেছেন। স্বাধীন বাংলাদেশের পেছনে এই মহীয়সী নারীর অবদান অনিস্বীকার্য।
অনুষ্ঠানে ৯৩ জন দরিদ্র, অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এ উপলক্ষে দুপুরে কোর্ট মসজিদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছাসহ বঙ্গবন্ধু মুজিবের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক বিপ্লব ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮