নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীতে এক নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করার অভিযোগে শাফায়েত এলাহী (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাফায়েত বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মো. সারোয়ারের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে ওই নারী সুধারাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম পিপিএম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লক্ষীপুর জেলায় কর্মরত ওই নারী কনস্টেবল ২২ আগস্ট ছুটি শেষে বাবার বাড়ি ফেনী থেকে সুগন্ধা বাসে করে স্বামী কাছে মাইজদীতে আসছিলেন । বাসে পাশের সিটে বসে ওই যুবক তাকে উত্ত্যক্ত করছিলো। এক পর্যায়ে মাইজদী বাজার আসলে ওই নারী চিৎকার শুরু করলে সে বাস থেকে নেমে সিএনজি অটোরিকসা যোগে পালাতে চেষ্টাকালে লোকজনের তাকে ধরে পুলিশ খবর দেয়। পুলিশ শাফায়েতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান. গতকাল সোমবার গ্রেফতাকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।