নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চাঞ্চল্যকর হারুনুর রশিদ মোল্লা হত্যাকান্ডের ঘটনায় জড়িত ও মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা ডিবির পুলিশ। শনিবার রাতে ডিবির এসআই তানভীরুল হক চৌধুরী ও এসআই বাসুদেব সঙ্গে থাকা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামি ওই ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হেদুর ছেলে আক্তার আহম্মদ(২৪) এবং একই গ্রামের মফিজের ছেলে জসিম মাঝিকে(৩০) গ্রেফতার করে। এর আগের দিন ঘটনার রাতে ওই এলাকার পুর্ব মাইজচরা গ্রামের আলী আহম্মদের ছেলে মো. সোহাগ(২৪) ও একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. মিলন হোসেনকে(৩০) গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ। এনিয়ে মামলার ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ্ গতকাল রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন জেলার পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম।
উল্লেখ্য, রাজনৈতিক কোন্দল ও পুর্ব শক্রতার জের ধরে শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নিজ বাড়ির পাশ্বে পশ্চিম মাইজচরা গ্রামের চৌকিদারহাট এলাকায় হারুনুর রশিদ মোল্লাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এই ঘটনায় শনিবার বিকালে ৪০ জনকে এজাহারভূক্ত ও অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত হারুন মোল্লার ছোট ভাই আমিনুল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।