ছবি সংগৃহীত
নোয়াখালী প্রতিনিধিঃ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেলায় বিজিবি. র্যাব ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর থেকে জেলার ছয়টি উপজেলায় বিজিবি, দুটি উপজেলায় র্যাব ও একটি উপজেলায় কোস্টগার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে । নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে জেলার পাঁচজন অতিরিক্ত জেলা প্রশাসককে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিজিবি, র্যাব ও কোস্টগার্ডে সদস্যদের সঙ্গে নিজ নিজ উপজেলায় টহলরত অবস্থায় রয়েছেন ।
আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলায় যাতে কোনো ধরনের সহিংসতার ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে দিকে সজাগদৃষ্টি রাখা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষনে আমি কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছি এবং মাঠে অবস্থান করছি ।
জেলা প্রশাসক জানান, জেলার নয়টি উপজেলার মধ্যে, সদর, বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ী, সেনবাগ ও সুবর্ণচরসহ ছয়টি উপজেলায় বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় র্যাব সদস্য এবং দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ডের এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।