ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন, শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ীর আবুল বাশারের ছেলে মো: আব্দুর রহিম (৫৬)। একই বাড়ীর উজির আলীর ছেলে মো: ইউছুফ (৪৮), মো: আবুল হোসেনের ছেলে মো: সুমন (৩৫) এবং রমজান আলী বাড়ীর মো: শহীদের ছেলে মো: জুয়েল (১৮)।
বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা দিকে আব্দুর রহিম তার বাড়ির পাশে ক্ষেতে সবজি তুলতে যান। ক্ষেতের মাঝ খানে থাকা পল্লী বিদ্যুতের স্টীলের একটি খুঁটির তার ছিঁড়ে পড়ে পানিতে বিদ্যুতায়িত হয়। আব্দুর রহিম ক্ষেতে নামার সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার চিৎকার দেয়ার পর তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ভাতিজা সুমন, ভাগিনা ইউছুফ ও পাশের বাড়ির নাতি জুয়েল তাকে বাঁচানোর জন্য পানিতে নামলে তারা ও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সবাই মারা যান।
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করে জানান, আবদুর রহিম ঘটনা স্থলে এবং অপর তিন জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করে। এ ব্যাপরে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে জানান তিনি।
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।