ছবি সংগৃহিত
নিজস্ব প্রতিনিধিঃ ভাড়া নিয়ে তর্ক বিতকের এক পর্যায়ে যাত্রী মোরশেদ আলম রিক্সাচালক আবুল হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করে। আজ বৃহস্পতিবার ১ টার দিকে চৌমুহনী পৌরসভার গনিপুরে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন চৌমুহনী পৌরসভার গনিপুরের ৫ নং ওয়ার্ডের চান মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার জানান, রিক্সাচালক আবুল হোসেন তার রিক্সা করে একই গ্রামের হেনজু মিয়ার ছেলে মোরশেদকে চৌমুহনী রেল স্টেশন থেকে গনিপুর ভাইয়ের দোকান পাশে নিয়ে যায়। ভাড়া নিয়ে যাত্রী মোরশেদের সাথে রিক্সাচালক আবুল হোসেনের তর্কবিতর্ক হয় । এক পর্যায়ে মোরশেদ তার বাড়ী থেকে দাড়ালো ছেনি এনে আবুল হোসেনের গলায় কোপ দেয় । এতে করে তার গলার শ্বাসনালি কেটে গুরুতর আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপর ২টার দিকে রিক্সাচালক আবুল হোসেন মারা যান।
ওসি আরও জানান, আবুল হোসেনকে কুপিয়ে আহত করার পর ঘাতক মোরশেদ পালিয়েছে । তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।