নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী জেলা শহর মাইজদীর পূর্ব মাস্টারপাড়ার একটি শিবমন্দিরে ঢুকে দুটি মূর্তি ভাঙচুরের করেছে মোসলেহ উদ্দিন ওরফে শাকিল (১৮) নামের এক ভারসাম্যহীন তরুন । স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিবমন্দিরে ঢুকে মুর্তি ভেঙে সে বের হয়ে চিৎকার দিয়ে মুর্তি ভাঙ্গা কথা বলতে থাকে। ওই সময় স্থানীয় লোকজন তাকে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়।
সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃত বেগমগঞ্জ উপজেলার জিরতলী গ্রামের আবদুর গফুরের ছেলে। সে একজন ভারসাম্যহীন মানসিক রোগী। গত ৭ বছর ধরে তাকে মানসিক চিকিৎসা দেয়া হচ্ছে এবং বাড়িতে বেঁধে রাখা হতো । এক সপ্তাহ আগে তার বাঁধন খুলে দিলে সে নিখোঁজ হয়। অভিবাবরা তাকে খুঁজে পাননি।
ওসি আরো জানান, এ ঘটনায় মন্দিরের ব্যবস্থাপনা কমিটির লোকজন ভারসাম্যহীন মানসিক রোগী কান্ড বুঝতে পেরে কোন মামলা করেনি। মন্দিরের ব্যবস্থাপনা কমিটির লোকজন আলোচনার মাধ্যমে তাকে চিকিৎসার জন্য ছেড়ে দেয়া হয়।