নিজস্ব প্রতিনিধি
”মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা” গ্রন্থের মোড়ক উন্মোচন ও পুলিশ লাইন্সে স্থাপিত মুক্তিযুদ্ধ ভাস্কর্য ”নির্ভিক” এবং চার তলা বিশিষ্ট নবনির্মিত সুধারাম মডেল থানা, সোনাপুর পুলিশ ফাঁড়ি ও নারী পুলিশ ব্যারাকের ভবন উদ্বোধন করা হয়। আজ বুধবার সকালে ভার্সুয়ালি এ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ।
জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডডেন্ট (ডিআইজি) রোকনউদ্দিন , চট্রগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (এ্যাডমিন অ্যান্ড ফিন্যন্স) মো.ইকবাল হোসেন ও নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানভ। এসময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
2 thoughts on “নোয়াখালীতে মুক্তিযুদ্ধে পুলিশের অবদান নিয়ে গ্রন্থ, ভাস্কর্য ও তিনটি নব নির্মিত ভবনের উদ্বোধন”
priligy review youtube We were lowballed every step of the way, Гў said one victim, who asked not to be named
A systematic review search strategy was used to identify cases of osteonecrosis of the jaw among patients taking bisphosphonates for an indication other than cancer to identify potential contributing factors generic cytotec without a prescription Monitor Closely 1 lapatinib and ziprasidone both increase QTc interval