নোয়াখালীতে রপ্তানি পণ্য প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

রপ্তানি পণ্য প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে চরজব্বার থানার হাট থেকে চর হাসানের গোফরানের ছেলে নোমান মিয়া (৩৫) একই এলাকার আবদুল জলিলের ছেলে মোহামম্মদ হানান(২২), চরকাজী মোকলেসের আবদুল কাদের ছেলে আবদুর রহিমকে (২৩) চরজব্বার থানার পুলিশ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ শ্রীমন্তপুর এলাকার মৃত হাজী চারু মিয়া ছেলে আব্দুল কালামকে (৩৮) জেলা ডিবি ও চরজব্বার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে ।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ডিআইও-১ ছৈয়দ মো. ফজলে রাব্বী প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,শনিবার রাতে থানায় নিয়ে যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তারা রপ্তানিমুখী মালামাল বহন করে থাকে। গত ১৪ আগষ্ট তারিখে ঢাকা কোনাবাড়ি এলাকার একটি গার্মেন্টস থেকে রপ্তানির মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে যাওয়ার পথে কিছু মাল চুরি করে নামিয়ে রাখে। এই অপরাধ আড়াল করার জন্য তারা পরিকল্পিতভাবে গাড়ির রং ও নম্বর প্লেট বদল করছিলো । তারা আরো স্বীকার করে যে দীর্ঘদিন ধরে তারা এই কৌশলে রপ্তানি পণ্য বহনকালে মালামাল চুরি করে বিক্রি করে আসছে।


এ ঘটনার জানার পর হাররোডস কিণ্ট ওয়াটার লিঃ এমডি জুবায়ের আলম এরশাদ থানায় হাজির হয়ে আটককৃতদের বিরুদ্ধে তার কোম্পানীর পণ্য আত্মসাতের লিখিত অভিযোগ করেন। পরে এই তিনি আসমিসহ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রবিউল হক ও মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে ও এ দলের সমন্বয়ে ডিবির একটি চৌকস দল রাতে কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডস্থ শ্রীমন্তপুর এলাকা হতে আসামী আব্দুল কালাম(৩৮) আটক করে। তার গোডাউন থেকে রপ্তানী পণ্য পাঠানোর ট্রাক স্যুটের কাপড়ের খালি পলিব্যাগসহ কাটুন মোড়ানো ৩৫টি কসটেপ জব্দ করা হয়। আবুল কালাম দীর্ঘদিন যাবত রপ্তানী পণ্য প্রতারণার উদ্দেশ্যে প্রতারক চক্রকে ভাড়া দিয়ে অপরাধ করা সুযোগ দিয়ে এসেছে। এ ঘটনায় চরজব্বার থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামরা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১