নিজস্ব প্রতিনিধি
জেলায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ৩লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই দুইদিন সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪৪টি টিম বিশেষ অভিযান চালিয়ে ৩১৪টি মামলায় এ জরিমানা করে ও তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে কালে ৫শত মাস্ক বিতরন করা হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২২ টিমের অভিযানে ১৪০টি মামলায় ১৮৭ জনকে ১লাখ ৪৩ হাজার ৩৫০টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২২টি টিমের অভিযানে ১৭০টি মামলায় ১৮০ জনকে ১ লাখ ৯২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।