নিজস্ব প্রতিনিধি
জেলায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ২৭৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ৪লাখ ৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই দুইদিন সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪১টি টিম বিশেষ অভিযান চালিয়ে ২৭৫টি মামলায় এ জরিমানা করে ও তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে কালে ৪৫০ পিস মাস্ক বিতরন করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২২ টিমের অভিযানে ১৭৪টি মামলায় ১৮২ জনকে ২লাখ ৩০ হাজার ৭০০টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২টি অভিযানে ১১০টি মামলায় ১২০ জনকে ১ লাখ ৭৬ হাজার ১০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রাত সোয় ৮টার দিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
1 thought on “নোয়াখালীতে লকডাউন না মানায় সাড়ে ৪ লাখ ৬ হাজার টাকা জরিমানা”
Upset Son Is Demanding Admission – when no other indication for admission exists.
Online pharmacies make it easy to buy why am i losing weight on prednisone is so much less that people prefer to shop online.
Susceptibility genes are more common among some populations than among others and explain the higher prevalence of type 1 DM in some ethnic groups Scandinavians, Sardinians.