নিজস্ব প্রতিনিধি
জেলায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৭৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুক্রবার ৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওইদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১২টি টিম বিশেষ অভিযান চালিয়ে ৫৮টি মামলায় এ জরিমানা করে ও তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে কালে ২০০ পিস মাস্ক বিতরন করা হয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।