নিজস্ব প্রতিনিধি
জেলায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনিবার ও আজ রবিবার ৩২লাখ ৪১ হাজার ৩৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকাল থেকে আজ রবিবার সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৪৫টি টিম বিশেষ অভিযান চালিয়ে ৩২৬টি মামলায় এ জরিমানা করে ও তা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত চলাকালে কালে ৪শত মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২৩ টিমের অভিযানে ১৭২টি মামলায় ১৮৫ জনকে ১লাখ ২৯ হাজার ১০০টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ২২টি টিমের অভিযানে ১৫৪টি মামলায় ১৭১ জনকে ১ লাখ ১২ হাজার২৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের পাশিপাশি সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা মাঠে রয়েছে।