নোয়াখালীতে  লকডাউন  না মানায় ২ লাখ  ২৭হাজার টাকা  জরিমানা

নিজস্ব প্রতিনিধি

জেলায় কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায়  ১৮৭ ব্যক্তি ও   প্রতিষ্ঠানকে       ২লাখ ২৭হাজার ৩৫০ টাকা     জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  আজ সকাল সোমবার ও  গতকাল রবিার সকাল  থেকে  সন্ধ্যা  পর্যন্ত  নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৩৪টি  টিম বিশেষ অভিযান চালিয়ে   ১৭৬টি  মামলায় এ জরিমানা  করে ও তা আদায়   করেন।  ভ্রাম্যমাণ আদালত চলাকালে  কালে   ৩০০ পিস মাস্ক বিতরন করা হয়েছে।   সোমবার ভ্রাম্যমাণ আদালতের  ১৪ টি  অভিযানে ৬৮ টি  মামলায় ৭৩ ব্যক্তি ও   প্রতিষ্ঠানকে  ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন রবিবার  ভ্রাম্যমাণ আদালতের  ২০ টি  অভিযানে ১০৮ টি  মামলায় ১১৪ ব্যক্তি ও   প্রতিষ্ঠানকে  ১ লাখ ৪৩ হাজার  ৪৫০টাকা জরিমানা করা হয়  । আজ রাত     সাড়ে  ৮টায়  জেলা প্রশাসকের দপ্তর থেকে এ তথ্য  জানানো হয়েছে।

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০