নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসন এক স্মৃতিচারণমূলক আলোচনা সভার আয়োজন করে। ভার্চুয়াল এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল আজ যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপশি রাজনৈতিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন আরো সমৃদ্ধ হতো। তিনি শেখ কামালের শিক্ষা, রাজনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানে বিস্তারিত তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক রাজ্জাকুল হায়দার, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলা উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লা আল মামুন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসহাক, জেলা কালচারাল কর্মকর্তা কামরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও দৈনিক সুবর্ণ প্রভাতের সম্পাদক আলমগীর ইউসুফ প্রমুখ। সভায় আরো অংশগ্রহণ করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
শেখ কামালের জন্মবার্ষিকী আলোচনা সভা ছাড়াও বৃক্ষ রোপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নোয়াখালীতে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৫, ২০২১
- ২:০১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত